শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেেয়র প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে

0
112

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদফা দাবীতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন শুরু করছে। শিক্ষার্থীরা জানান, নি¤œমানের খাবার পরিবেশন, সীমরেন্ট কমানো, প্রভোষ্টের পদত্যাগের দাবীতে তারা এই আন্দোলন করছে।
বিকেল সাড়ে ৫টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কতিপয় দাবী নিয়ে শিক্ষার্থীরা এটা করেছে। তাদের সাথে আলোচনায় বসা হয়েছে। আশা করা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সন্ধ্যা ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত মেইন গেটে তালা লাগানোই ছিলো। ভিতরে কর্মকর্তা-কর্মচারীরা অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। কোন যানবাহন, কর্মকর্তা ও শিক্ষার্থী ফুকতে বা বের হতে পারছে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।