ভুয়া তথ্য দিয়ে ঋণ নিলে ব্যবস্থা নেবে দুদক:ইকবাল মাহমুদ

0
0

তথ্য জালিয়াতি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।বুধবার সকালে দুদক কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন দুদক চেয়ারম্যান। দেশকে দুর্নীতিমুক্ত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছে দুদক। তারই ধারাবাহিকতায় আজ আলোচনায় বসে দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে।
এ সময় সঠিক তথ্য দিয়ে ব্যাংক কিংবা ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। সাম্প্রতিক বছরগুলোর ঋণ খেলাপি ব্যবসায়ীদের প্রসঙ্গ টেনে তিনি জানান, তথ্য জালিয়াতি করে কিংবা ভুয়া তথ্য দিয়ে যারা ঋণ নেবে এবং দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল মাহমুদ বলেন, কনককটেড ডকুমেন্ট, একজনের জায়গা আরেকজনের জায়গায় লোন নিয়ে ইয়ে করে ফেছেলেন, এলএটিআর নিয়ে আপনি গাড়ি কিনে বসে আছেন, ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আপনি মাল আনেন নাই, একই কোম্পাননি দুবাই থেকে আপনি এলসি ওপেন করেছেন, মাল নাই কিচ্ছু না। আপনার ব্যাংকে টাকাও নাই, আপনিও নাই। অল দিস থিংস।ৃকরাপশন হ্যাপেনস।আলোচনা সভায় ব্যবসায়িক নেতারা সুষ্ঠুভাবে তাঁদের ব্যবসা পরিচালনার করতে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। জানান, অনেক সময় বাধ্য হয়ে তাঁদের দুর্নীতির আশ্রয় নিতে হয়।

তবে দুর্নীতিমুক্তভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে তাহলে সেক্ষেত্রে দুদক ব্যবস্থা নেবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন দুদক চেয়ারম্যান। দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক ঋণ বিতরণ কিংবা আদায় প্রক্রিয়ায় দুদক হস্তক্ষেপ করে না। তবে ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কেউ যদি জাল কাগজপত্র বা দলিলাদি ব্যবহার করেন, তাহলে বিষয়টি দুদকের এখতিয়ারে এসে যায়। সবাইকে মনে রাখতে হবে, সরকারি-বেসরকারি সব ব্যাংকের অর্থই পাবলিক মানি। এটার যেকোনও প্রকার অপচয় বা ক্ষতিসাধনই দুর্নীতি।পদ্ধতিগত উন্নয়ন ছাড়া সরকারি পরিষেবার মান উন্নয়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত সেবা নেওয়ার নামে ঘুষ বা স্পিড মানি সহ্য করা হবে না। সরকারি সব সেবা নির্ধারিত টাইম-ফ্রেমে দিতে হবে। নির্ধারিত সময়ে সেবা দিতে না পারলে দায়ী কর্মকর্তাকেই এর ক্ষতিপূরণ দিতে হবে, এমন ব্যবস্থা করা প্রয়োজন। সরকারি কর্মকর্তারা যদি সচিবালয় নির্দেশিকা মানেন, তাহলেই ঘুষ বা স্পিড মানির প্রবণতা কমে আসবে।মতবিনিময় সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সব ধরনের বিধিবিধান, আইন-কানুন হবে বৈষম্যহীন ও সমসুযোগের ক্ষেত্র। তিনি আরও বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি থাকলে পণ্য এবং সেবার মূল্য বেড়ে যায় এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় অসমতা সৃষ্টি হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এফসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ, ডিসিসিআইয়ের পরিচালক সেলিম আখতার খান, এফসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমেদ, মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন প্রমুখ।