বইমেলায় সাড়ে ৭০ কোটি টাকার বই বিক্রি

0
146

পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার। লেখক, পাঠক এবং প্রকাশকদের পদচারণায় শেষ দিনেও জমজমাট ছিলো বইমেলা প্রাঙ্গণ।শেষ সময়ে পাঠকদের মধ্যে পছন্দের বই কেনার সঙ্গে সঙ্গে প্রতিটি স্টলেই ছিলো বিক্রেতাদের ব্যস্ততা। সব মিলে এবারের বই মেলায় ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। প্রকাশিত হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি বই, জানিয়েছেন বই মেলা কর্তৃপক্ষ। তবে এতে মানসম্মত বইয়ের সংখ্যা মাত্র ৪শ ৮৮ টি। শেষ দিনে বাংলা একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থ মেলা ২০১৮ এর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।