প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিন নোবেলজয়ী

0
128

রোহিঙ্গাদের নির্মূল করতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে তাদের ওপর গণহত্যা চালিয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন বাংলাদেশ সফররত তিন নোবেলজয়ী নারী। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন তারা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নোবেলজয়ী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের ম্যারেইড ম্যাকগুয়ার। এ সময়, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিভিন্ন অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের বলেন- তিন নোবেলজয়ী নারী রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় শোকাহত। বিশ্ববিবেক কী করে নীরব, এমন প্রশ্নও তোলেন তারা। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও।