মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া ১৮ মাস বয়সী পাবনার দুই শিশু রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের মাথায় সাধারণ যে রক্তনালী ছিল সেটা বন্ধ করে দেওয়ায় বিকল্প রক্তনালী সক্রিয় হয়েছে। শিশু দুটির জ্ঞানও ফিরেছে। বুধবার সকাল ৯টা থেকে সাড়ে চার ঘণ্টাব্যাপী হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
হাঙ্গেরির দুই চিকিৎসক ডা. স্টিফেন হিউডেক এবং অ্যান্ডোস সুকে জানান, অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। শিশু দুটির ব্রেইন আলাদা থাকলে তাদের উভয়ের একই রক্তনালী ছিল। মাথা আলা করতে এই রক্তনালী আলাদা করাই ছিল বড় চ্যালেঞ্জ।
‘তাই আমরা বেলুন ফুলিয়ে সাধারণ রক্তনালী বন্ধ করে দেখতে চেয়েছি যে উভয়ের নিজস্ব রক্তনালী সক্রিয় হয় কিনা। আশার কথা হচ্ছে উভয়ের রক্তনালীই সক্রিয় হয়েছে। তাই অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবেই সম্পন্ন হয়েছে।’
বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারায় হাঙ্গেরির দুই চিকিৎসককে আমরা দেশবাসী এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।