বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমেরিকা আমাদের জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার) সুবিধা দেবে না। এ জন্য আমরা এটা এখন আর চাইও না এবং এটা পাওয়ার জন্য চেষ্টাও করি না।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ ই হাইরোয়াসু ইজুমি।
এ ব্যাপারে তোফায়েল বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ জাপান। বাংলাদেশের উন্নয়নে জাপান একটি বড় অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য আরো সম্প্রসারিত হচ্ছে। জাপান আমাদের অনেক পণ্যেরই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে।মন্ত্রী বলেন, আমেরিকার দেওয়া সব শর্তই আমরা পূরণ করেছি। তারপরও তারা আমাদের জিএসপি সুবিধা দিচ্ছে না। এখন আর আমরা এটা চাইও না। কারণ আমরা কিছুদিন পর উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হচ্ছি। ফলে আমাদের আর জিএসপি সুবিধার প্রয়োজন হবে না। আমরা এমনিতেই জিএসপি প্লাস সুবিধা পাব।২০১৩ সালে বাংলাদেশের জন্য জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। কারণ হিসেবে শ্রমিকের অধিকারের কথাই উল্লেখ করে যুক্তরাষ্ট্র। তবে এর আগে তাজরীন গার্মেন্টেস অগ্নিকান্ড ও রানা প্লাজা ধসে পড়ার ঘটনা ঘটে।