মুক্তিপণের দাবীতে বগুড়া থেকে অপহৃত শিশু কালিয়াকৈর উদ্ধার, অপহরণকারী ৩ যুবক আটক

0
0

মুক্তিপণের দাবীতে বগুড়া থেকে অপহৃত স্কুল ছাত্র এক শিশুকে গাজীপুরের কালিয়াকৈরের এক গেস্ট হাউজ থেকে মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার আদমদীঘি থানার বামনী এলাকার ফরমান আলীর ছেলে জাকির হোসেন(২২), উতরাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে নাইম মন্ডল (২০) এবং চক সাবাজ এলাকার দুলাল উদ্দিনের ছেলে সাগর আহমেদ(২৪)।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম এবং অপহৃত শিশু ও তার স্বজনরা জানান, বগুড়ার আদমদিঘী থানার সানদিরা দক্ষিণপাড়া এলাকার শিবলু আহমেদ এর ছেলে শুভ আহমেদ (৭) স্থানীয় শহীদ সিরাজ উদ্দিন মেমোরিয়াল একাডেমীর দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ী ফিরছিল শুভ আহমেদ। পথে অপহরণকারীরা প্যান্ট -শার্ট কিনে দেয়ার কথা বলে কৌশলে একটি সিএনজি চালিত অটো রিক্সা উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার স্বপ বিলাস গেস্ট হাউজে নিয়ে আটকে রাখে। এরপর অপহরণকারীরা শুভ আহমেদের পরিবারের কাছে ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করে ও নানা হুমকি দেয়। এঘটনায় আদমদিঘী থানায় মামলা দায়ের করা হয়।

কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ রাজা মিয়া জানান, শিশুকে নিয়ে গেস্ট হাউজে অবস্থানরত যুবকদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ করে ওই গেস্ট হাউজের কর্মীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ অপহৃত শিশু শুভ আহমেদকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবককে আটক করে।