নওগাঁর আত্রাইয়ে সমসপাড়া বাজারে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগ্নকিান্ডে ৪টি দোকানরে ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার রাত ১টার দেিক এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আত্রাই ফায়ার র্সাভিস ও স্থানীয়রা জানায়, দোকানে বিদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে আগুনরে সৃত্রপাত ঘটে। এ সময় বাজার নাইটগার্ড আগুন দেখতে পান। তাৎক্ষণিক আগুন চার দিকে ছড়িয়ে পাশের বিপ্লব ভ্যারাইটিস, গোলাম ষ্টোর, গালিব দোকান পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর টেষ্টা করে। পরে খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আপে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ব্যাবসায়ীরা। আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বলেন, আমারা আগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।