মাকে হারিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

0
0

মাকে হারিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছর বয়সী বেগম ফজিলাতুন্নেসা পৃথিবী ছেড়ে চলে যান। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে কাদেরের মায়ের মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছেলে সরকারের প্রভাবশালী মন্ত্রী হলেও ফজিলাতুন্নেসা নোয়ালাখীর কোম্পানিগঞ্জে নিজের বাড়িতে থাকতেই পছন্দ করতেন।

২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় কোম্পানীগঞ্জে গ্রামের বাড়ি স্ট্রোক করেন ফজিলাতুন্নেসা। সেদিন বিকাল ৩ টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে সময় কাটান তাঁর সন্তান ওবায়দুল কাদের। এ সময় তিনি মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওবায়দুল কাদেরের মা।

উচ্চ রক্তচাপ ও ঠান্ডাজনিত কারণে অসুস্থ ২০১৬ সালের ২৪ ডিসেম্বরও বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি হয়েছিলেন কাদেরের মা। সে সময় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবিএম আবদুল্লাহর চিকিৎসায় সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু এক বছর পরের অসুস্থতা মাকে কেড়ে নিল ওবায়দুল কাদেরের কাছ থেকে। বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে এক শোকবার্তায় তিনি মৃতের আত্মার শান্তি কামনা করেন।