বিপু তার পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে

0
136

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তাকে দেয়া স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদক ‘দি কমিটমেন্ট টু দ্য নাম্বার অব দ্য সিভিল মেরিট অর্ডার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রতিমন্ত্রী সোমবার সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এই পদক হস্তান্তর করেন। স্পেনের রাজা একাদশ ফিলিপ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ অবদানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানী এবং পাশাপাশি স্পেনে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতি স্বরূপ বিপুকে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করেন। স্পেনের রাজার পক্ষে, স্প্যানিশ রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গত ১৭ ফেব্র“য়ারি ঢাকায় প্রতিমন্ত্রী কাছে এই পদক হস্তান্তর করেন বলে প্রেস সচিব জানান।