মাথা জোড়া লাগা বিশ মাসের শিশু রাবেয়া-রোকেয়াকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু হবে কাল। দুই বিদেশি চিকিৎসক’সহ ২২ সদস্যের মেডিকেল বোর্ডের বৈঠক শেষে চিকিৎসকরা এ সিদ্ধান্তের কথা জানান। অস্ত্রোপচার জটিল হলেও সফলতার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। পাবনার চাটমোহরে মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া জমজ শিশু রাবেয়া-রোকাইয়ার মাথা আলাদা করতে অস্ত্রোপচারের প্রথম ধাপ হিসেবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে মঙ্গলবার। আর দুই সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা মা। ২০ মাসের রাবেয়া- রোকেয়া। মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম হয় শিশু দুটির। জন্মের পর খুব একটা সমস্যা না হলেও বয়স যত বাড়ছে সমস্যার মাত্রাটাও বাড়ছে। সোমবার দুপুরে রাবেয়া- রোকেয়ার মাথা আলাদা করার নিয়ে বৈঠকে বসে ২২ সদস্যের মেডিকেল বোর্ড। দুইজন বিদেশিসহ এই বৈঠকে অংশ নেন ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক।বৈঠক শেষে মঙ্গলবার থেকে চিকিৎসা শুরুর কথা জানান তারা।
ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ‘এই ধরনের অপারেশন খুবই জটিল। গেল শতকে যতগুলো অপারেশন হয়েছে তার ৮০ ভাগ ব্যর্থ। মাথা দুইটা পুরোটাই জোড়া লাগানো এই দুই বাচ্চার। এখন নতুন এক পদ্ধতইতে অপারেশন করা হবে। ধাপে ধাপে এদের রক্তনালী আলাদা করা হবে।’
এ অপারেশনে ২০ শতাংশ সফলতার হার উল্লেখ করে চিকিৎসরকা বলছেন কয়েকটি ধাপে মাথা আলাদা করা হবে। ঝুঁকি থাকলেও এই ধরণের অপারেশনকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। ডিএমসির পরিচালক বলেন, ‘যতই ঝুঁকি থাকুক না কেন তারা এই কাজটি করতে চাচ্ছে। তারা দায়িত্ব নিয়ে এত বড় অপারেশনটি করতে চাচ্ছেন।’
সন্তানের জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছে রাবেয়া- রোকেয়ার বাবা- মা। তারা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার মত এক সাধারণ মানুষের আকুতি জেনে তিনি আমাদের দুই বাচ্চার দায়িত্ব নিয়েছেন। আপনারা দোয়া করবেন আমার বাচ্চারা যেনো সুস্থ হয়ে উঠে।’ সফল অস্ত্রপচারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসুন এমনটায় প্রত্যাশা সবার।