ফরেনসিক রিপোর্ট অনুযায়ী অ্যালকোহল সেবন এবং দুর্ঘটনা বশত বাথ টাবে ডুবে মারা যান বলিউডের অভিনেত্রী শ্রীদেবী। দুবাই পুলিশ তার পরিবার এবং ভারতীয় কনস্যুলেট প্রতিনিধির কাছে শ্রীদেবের ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কী ঘটেছিলো শনিবার রাতে? হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন শ্রীদেবী, কিন্তু কীভাবে? কাপুর পরিবার প্রথমে শ্রীদেবীর মৃত্যুর শোক সামলাতেই ছিলো ব্যস্ত। এদিকে বাথটাবে পড়ে ছিল তার নিথর দেহ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন, সেটা এখন সবাই জানে। কিন্তু বাথটাবে গিয়ে কিভাবে মৃত্যু হল, সেটা নিয়ে ধুম্রজাল চলছিল। যার অবসান হল সোমবার শ্রীদেবীর ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর। দুবাইয়ের ফরেনসিক রিপোর্টে জানা গেছে, দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে
সুত্র ঃ গালফ নিউজ