রংপুরের সাবেক মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝণ্টুর আর নেই

0
173

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব সরফুদ্দিন আহম্মেদ ঝণ্টু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২৫ দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ৩.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি———রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ছেলে রেখে যান ।

গত ১ ফেব্র“য়ারি দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয়।১৯৫২ সালের ৭ জুলাই রংপুর ইঞ্জিনিয়ার পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ।তার বাবা মহিউদ্দিন আহম্মেদ, মা জোবেদা খাতুন । শিক্ষা জীবন শুরু করেন শাল বন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর পর ১৯৬৭ সালে রংপুর জিলা স্কুল থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি পাশ করেন । ১৯৬৯ সালে রংপুর কলেজ থেকে এইচএসসি, কারমাইকেলে কলেজ থেকে বি,কম সাফল্যের সাথে উত্তীর্ণ হন । বি, কম পড়ার সময় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন ।

১৯৮৭ সালে প্রথম উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। এরপর ১৯৯২ সালে রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়েও জয়ী হন গঙ্গাচড়া আসন থেকে । ২০১২ সালে রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনেই জয়ী হয়েছিলেন ঝন্টু। জাতীয় পার্টি সমর্থিত মোস্তাফিজার রহমান মোস্তফাকে ২৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। তবে সর্বশেষ গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে যান মোস্তাফিজার রহমানের কাছে।