ময়মনসিংহ শহরে নূর আলম (৩৫) নামের পুলিশের এক কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পাশাপাশি সেই সূত্র ধরে এক যুবককে আটকও করা হয়েছে।
শনিবার রাতে শহরের জামতলা পোড়াবাড়ী এলাকার একটি ভবনের তৃতীয়তলার ফ্ল্যাট থেকে ওই কনস্টেবলের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।নূর আলম জামালপুর সদর উপজেলার রঘুনাতপুর গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিন বছর তিনি কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমদ রাত ১১টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে মৃত্যুর জন্য পরিবারের সদস্যদের দায়ী করা হয়নি। তিনি অভাবে পড়ে গিয়েছিলেন। শহরতলির শম্ভুগঞ্জের নাহিদ আহমদ রায়হান নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে এক লাখ ৮৫ টাকা ধার নিয়েছিলেন বলে ওই নোটে বলা হয়েছে। সেই টাকা রায়হান দিচ্ছিলেন না। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে নোটে উল্লেখ করেছেন।রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী গণমাধ্যমকে জানান, নূর আলমের স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি বেরাতে গিয়েছেন। বাসা ফাঁকা। গতকাল সকালে দায়িত্ব থাকলেও তিনি থানায় যাননি। পরে সন্ধ্যায় থানা থেকে বাসায় এক পুলিশ সদস্যকে পাঠানো হয়। তিনি গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নূর আলমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।