অশ্লিল ও নোংরা কথার প্রতিবাদ করায় নওগাঁয় এক নারীযাত্রীকে জখম

0
0

নওগাঁয় যাত্রীবাহী বাসের সুপার ভাইজারের মারপিটে রক্তাক্ত জখম হলেন এক নারী যাত্রী। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে জেলার নওহাটামোড় ( চৌমাশিয়া ) বাজার বাস ষ্ট্যান্ডে। গুরুতর জখম নারীকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে অটো চার্জার যোগে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছেন মহাদেবপুর হাসপাতালে। স্থানিয়রা জানান, ঐ নারী ও তার স্বামী শনিবার বিকালে পতœীতলা যাওয়ার উদ্দেশ্যে নওহাটামোড় ( চৌমাশিয়া ) বাজার বাস ষ্ট্যান্ডে এসে পতœীতলাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় বিকাল ৪ টারদিকে নওগাঁ থেকে নিতপুর গামী যাত্রীবাহী বাস ঐ ষ্টান্ডে পৌছলে বাসের সুপারভাইজার ষ্টান্ডে দাড়িয়ে থাকা ঐ নারী ও তার স্বামীকে নিতপুরগামী বাসে চড়ে মহাদেবপুর পর্যন্ত যেতে বলেন। এসময় নারী ও তার স্বামী ঐ বাসে উঠতে না চাইলে এবং পতœীতলাগামী বাসের জন্য অপেক্ষা করতে চাইলে বাসের সুপারভাইজার ঐ নারীকে উদ্দেশ্যে করে অশ্লিল মন্তব্য করেন। অশ্লিল মন্তব্য করায় নারীর স্বামী প্রতিবাদ করলে বাসের সুপার ভাইজার নারীর স্বামীকে মারপিট করেন এসময় ঐ নারী তার পায়ের জুতা খুলে সুপারভাইজারের গালে মারেন, এতে ক্ষিপ্ত হয়ে সুপারভাইজার বাসের ভেতর থেকে ব্রাশটার এনে নারীর মাথায় আঘাত করলে নারীটি রক্তাক্ত জখম হন। এসময় নওহাটা পুলিশ ফাঁড়ির ফারুক নামের এক কনেষ্টবল এসে অটো চার্জার ভাড়া করে চিকিৎসার জন্য স্বামী-স্ত্রীকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্র হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সদস্য ফারুক প্রতিবেদককে জানান, পতœীতলা উপজেলার খাড়াইল গ্রামের শ্রীমতি শ্যামলীরানী (২৬) ও তার স্বামী নিরেন কর্মকার (৩২) আত্বীয় বাড়ি থেকে নিজবাড়ি পতœীতলা ফেরার জন্য নওহাটা বাস ষ্টান্ডে এসে বাসের জন্য দাড়িয়ে ছিল। এসময় বিকাল ৪ টারদিকে ষ্টান্ডে আসা একটি বাসের (মেহেদী ওরফে সুমন) নামের এক সুপারভাইজার মেয়েটিকে উদ্দেশ্য করে অশ্লিল নোংরা কথা বলায় মেয়ে ও মেয়েটির স্বামী প্রতিবাদ করায় প্রথমে মেয়েটির স্বামীকে মারপিট করেন বাসের সুপারভাইজার, এসময় মেয়েটি পায়ের জুতা দিয়ে সুপারভাইজারকে গালে মারলে সুপারভাইজার ক্ষিপ্তহয়ে মেয়েটিকে মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি আরো জানান, আমি ঘটনাটি জানতে পেরে সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে অটো চার্জার ভাড়া করে স্বামী-স্ত্রীকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে বলে দিয়েছি চিকিৎসা নেয়ার পর মহাদেবপুর থানায় অভিযোগ দেয়ার জন্য বলেও জানিয়েছেন ফারুক নামের ঐ পুলিশ কনেষ্টবল। উল্লেখ্য- নওহাটামোড় ( চৌমাশিয়া ) বাজার বাস ষ্ট্যান্ডে প্রায় প্রতিনিয়তই অপেক্ষামান কোন না কোন সাধারন যাত্রী বাসের ষ্টাফদের দ্বারা হয়রানীর শিকার হন। তবে ষ্টান্ডে থাকা মালিক সমিতির চেইন মাষ্টাররা সাথে সাথে সে সমস্যা গুলো সমাধান করে দেন বলেও জানিয়েছেন স্থানিয়রা।