ভাওয়াল জাতীয় উদ্যানে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

0
162
রাজধানীর শাখারী বাজার হতে জব্দকৃত কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে জেড়ে দেয়া হয়েছে।

ঢাকার শাখারী বাজার থেকে আটক বিরল প্রজাতির কচ্ছপ শনিবার সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার রাতে ৩৫টি কচ্ছপ অবমুক্ত করা হয়।

ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, একটি চক্র নরসিংদী থেকে কচ্ছপগুলো ধরে এনে রাজধানীর শাখারী বাজারে নিয়ে অবৈধভাবে মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ ও প্রায় একমন ওজনের কচ্ছপের মাংস উদ্ধার করা হয়। কচ্ছপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের অভয়ারন্যে ছেড়ে দেয়া হলেও উদ্ধারকৃত মাংসগুলো একই পার্কের অন্য প্রানীদের খাবার হিসেবে দেয়া হয়। এসময় কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোতাহার হোসেনসহ বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।