বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সমানে কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সময় পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারে কর্মসূচি পন্ডু হয়ে গেছে।সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মীরা কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে কার্যালয়ে সামনে জড়ো হওয়া নেতা-কর্মী স্লোগান শুরু করলে তাদের সরিয়ে দেয় পুলিশ, আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে।খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পুলিশ প- করে দেওয়ার পর আটক করেছে বিএনপি কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মোস্তাফিজুর রহমান বাবুলকে। শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাঠিপেটা ও জলকামান থেকে পানি ছোড়ার পর আরও কয়েকজন নেতা-কর্মীকেও আটক করে পুলিশ।সকাল ১১টায় এই কর্মসূচি শুরুর আগেই বিএনপির কার্যালয় ঘিরে জলকামান ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়লে পুলিশ লাঠিপেটা শুরু করে।লাঠিপেটায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনিসহ কয়েকজন আহত হন।এসময় জলকামান থেকে রঙিন পানিও ছুড়তে থাকে পুলিশ, যাতে আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।বিএনপিকর্মীরা তখন কার্যালয়ের ফটক বন্ধ করে ভেতর থেকে স্লোগান দিতে থাকে।
সকাল ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান কার্যালয়ে ঢোকার সময় আরেক দফা আক্রমণ চালায় পুলিশ। সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে তখন পুলিশ আটক করে। আটক করা হয় কেন্দ্রীয় নেতা হালিমা নেওয়াজ আরলিকেও।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি ছিলেন সেখানে।এর আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে বিপুল সংখ্যক পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান নেন। জলকামানের গাড়ি ও সাজোঁয়া যান নিয়ে রাখা হয়।বিএনপিকর্মীরা সড়কে অবস্থান নেয়ার সঙ্গে সঙ্গে লাঠিপেটা শুরু করে পুলিশ, জলকামান থেকে রঙিন পানিও ছুড়তে থাকে।শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বিনা উসকানিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশ বলছে বিএনপি নেতা-কর্মীরা সড়ক দখল করে যান চলাচলে বিঘœ ঘটানোয় তারা ব্যবস্থা নিয়েছেন।জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্র“য়ারি আদালতের রায়ের পর থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তার মুক্তি দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। ২২ জানুয়ারি দলটি ঢাকায় সমাবেশ করতে চাইলেও পুলিশ অনুমতি না দেওয়ায় তার প্রতিবাদে শনিবার ঢাকায় দেওয়া হয়েছিল কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি।কর্মসূচি পালনে সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছিলেন।অন্যদিকে কার্যালয়টি ঘিরে পুলিশও জলকামান ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয়।সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান শুরু করেন তারা।সঙ্গে সঙ্গে লাঠিপেটা শুরু করে পুলিশ; জলকামান থেকে রঙিন পানিও ছুড়তে থাকে।পুলিশের হামলায় আহত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালীএসময় ১১ জনকে আটক করে পুলিশের ভ্যানে তুলতে দেখা যায়।রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিবসহ অন্য নেতারা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। ভেতর থেকে ফটক আটকে স্লোগান দিতে থাকেন কর্মীরা।
কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল, তা পুলিশ ভেঙে দেয়। কালো পতাকাগুলো ছড়িয়ে পড়ে থাকে সড়কের বিভিন্ন স্থানে।ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে আশ্রয় নেওয়া বিএনপির কর্মীদের আটকে অভিযান চালাতে থাকে পুলিশ।সকাল ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান কার্যালয়ে ঢোকার সময় আরেক দফা আক্রমণ চালায় পুলিশ।পুলিশি হামলার নিন্দা এবং গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে হামলার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করেন ফখরুল।
তিনি বলেন, তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি’তে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে অনেককে আহত এবং অসংখ্য জনকে গ্রেপ্তার করেছে।বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় ঘটনাস্থলে থাকা ডিএমপির মতিঝিল বিভাগের উপ কমিশনার এ এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, সড়ক দখল করে যান চলাচলে বিঘœ ঘটানো শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না। তাই আমরা ব্যবস্থা নিয়েছি।সংবাদ সম্মেলন শেষে নিচে নামার পর কার্যালয়ের সামনে থেকে আলালকে আটক করে নিয়ে যায় পুলিশ।এরপর বেলা দেড়টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে আহত নারী নেতা-কর্মীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পরপরই ফখরুল, মির্জা আব্বাস, মিন্টু, ফারুক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস কার্যালয়ের ভেতরে থাকা নেতা-কর্মীদের নিয়ে বেরিয়ে যান।বিকালে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপি কার্যালয়ের সামনে থেকে দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত হয়েছেন অন্তত ২৩০ জন।পুলিশি হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় থানায় থানায় এবং সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।