কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে আটক ১১ বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে পুলিশ। ‘প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়’ আজ শুক্রবার সকালে এদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। জানা যায়, রাত ৮টার দিকে মুচলেকা নিয়ে বিদেশিদের ছেড়ে দেয় উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘ট্যুরিস্ট ভিসা’ নিয়ে ওই বিদেশিরা বাংলাদেশে আসে। কাজের অনুমতিপত্র ছিল না। কেবল পাসপোর্টের ফটোকপি ছিল। ভবিষ্যতে মূল পাসপোর্ট কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের। সকালে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক বিদেশিরা রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল।
আটক বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য ও ইতালির দুজন করে এবং নেদারল্যান্ডস, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের একজন করে নাগরিক আছে। গত আগস্ট মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়। সরকারের হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখেরও বেশি। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসে। পরে উখিয়ার কুতুপালং ও বালুখালীতে দুইটি ক্যাম্প করে দেওয়া হয়।