অনুভব
তোমাকে বলব বলব করে,,
বসন্ত চলে এলো
আজও বলা হলো না,,,বলা হলনা
গত হেমন্তে কেন প্রানহীন পাথুরে
ঝর্নার কাছে গিয়েছিলাম,,
চঞ্চল বরষায় কেন আমি
বৃষ্টিহীন বৈশাখী দিন চেয়েছিলাম,,,,,
তোমাকে বলা হয়নি।।।।
চৈত্রের কাঠফাটা রোদ্দুরে,,,
পলাশের বনে আনমনে
একটি শিমুল কুরিয়েছিলাম
শিউলি ফোঁটা রাত্রিতে,,,আজীবনের
স্বপ্ন বুনেছিলাম ঘাসফুলে
তোমাকে বলা হয়নি।।।।।
এক টুকরো নিল মেঘের আশে
আকাশের বুকে পত্র লিখেছিলাম,,,
ধুপখোলা প্রান্তরে ঘুড়ি উড়াতে গিয়ে
পৌষের বিকেলে রংধনু দেখেছিলাম
তোমাকে বলা হয়নি।।।।।।
অন্তর পুড়েছিল,,অন্তরের অনলে
পিপাসিত আত্মার কাছে
অন্তরের দাবি রেখেছিলাম,,,,
নিলকন্ঠ ময়ূর এর খোঁজে
কঙ্কর পথে বহুক্রোশ হেটেছিলাম,,
নিলকন্ঠ ময়ূর এর খোঁজে
কঙ্কর পথে বহুক্রোশ হেটেছিলাম,,
তোমাকে বলা হয়নি,,,,,,
তোমাকে আজও বলা হলো না।।।
/আমেনা ফাহিম