আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ই-মেইল অ্যাড্রেস বাংলায় তৈরির সুযোগ

0
0

এবার বাংলাসহ ১৫টি ভাষায় ই-মেইল অ্যাড্রেস তৈরির সুযোগ করে দিচ্ছে মাইক্রোসফট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। জানা গেছে, অফিস ৩৬৫, আইটলুক ২০১৬, আউটলুক ডট কম, এক্সচেঞ্জ অনলাইন ও এক্সচেঞ্জ অনলাইন প্রোটেকশন-এর ক্ষেত্রে এই সুবিধা কার্যকরী হবে। যে ১৫টি ভাষায় এ সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো-বাংলা, হিন্দি, কোঙ্কনি, মৈথিলি, বোরো, ডোগ্রি, মারাঠি, নেপালি, সিন্ধি, গুজরাতি, মণিপুরি, পাঞ্জাবি, তামিল, তেলুগু ও উর্দু।

ইন্টারনেটে ওইসব ভাষার ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে আউটলুক অ্যাকাউন্টের মাধ্যমে আঞ্চলিক ভাষায় ই-মেইল খুলতে পারবেন। আউটলুকের মাধ্যমে আঞ্চলিক ভাষায় ই-মেইল পাঠানো বা রিসিভ করাও যাবে। মাইক্রোসফট ইন্ডিয়া’র মিতুল প্যাটেল জানান, যোগাযোগ আরও আধুনিক করতে ১৫টি আঞ্চলিক ভাষায় ই-মেইলের কথা ভাবা হয়েছিল। সেটিই এখন প্রয়োগ করা হয়েছে। মাইক্রোসফট এড ব্রাউজার, বিং সার্চ, বিং ট্রান্সলেটর ওয়েবসাইট, মাইক্রোসফট অফিস ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও স্কাইপে-তে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যায়।