নীলফামারী ডিমলায় শরিফুল ইসলাম (৩৫) নামে ৩ সন্তানের এক যুবক পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে নিজ বাড়ির শয়ন ঘরে গলায় ফাস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দর খাতা শৈল্লারঘাট গ্রামের মৃত তফিজুল ইসলামের ছেলে ও একই এলাকারবাসীন্দা।
পারিবারিক সুত্রে জানা যায়,শরিফুল দীর্ঘদিনযাবত মানসিক রোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।রবিবার (১৮ই ফেব্রুয়ারি)দুপুরে নিজ ঘরের শয়ন ঘরে সবার অগোচরে গলায় ফাস দিয়ে সে আত্মহত্যা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন উক্ত ৯নং ওয়ার্ড এলাকার ইউপি সদস্য মৌসুম রায়হান সোহেল।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধি ॥