ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রতিবছর অ্যাওয়ার্ড দেয় বছরের সেরা পারফরম্যান্সকে। তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা পারফরম্যান্স বাছাই করে ওয়েবসাইটটি। এরপর সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত হয় সেরা পারফরম্যান্স। সেই তালিকায় এবার বাংলাদেশি কেউ স্থান পাননি। তবে বিজয়ীরা হলেন- স্টিভেন স্মিথ, নাথান লায়ন, হিথার নাইট, ফখর জামান ও মোহাম্মদ আমির।
গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়ে ভূমিকা ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংস। আর এই ইনিংসই ছিল বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স। টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন নাথান লায়ন। বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন। ওয়ানডেতে সেরা ব্যাটিংয়ের তকমা পেয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ফখর জামান। জামানের অপরাজিত ১১৪ রানের ইনিংস এই পুরস্কার পেতে সহায়তা করেছে। একইভাবে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটিও গেছে পাকিস্তানে। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড।