চট্টগ্রামে তল্লাশিচৌকিতে পুলিশকে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হল। রোববার ভোররাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন সেদিন গুলি ছুড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- মো. খোকন, আয়মান জিহাদ ও মাহি।এর আগে এ ঘটনায় শুক্রবার বিকালে মো. হাকিম অভিসহ (১৯) তিনজনকে গ্রেফতার কর হয়। তাদের মধ্যে দুজন ছিলেন এসএসসি পরীক্ষার্থী।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আব্দুর ওয়ারিশ জানান, খোকন ও আয়মানকে আনোয়ারা উপজেলা থেকে এবং মাহিকে নগরীর রহমান নগর থেকে গ্রেফতার করা হয়।ঘটনার দিন তল্লাশি চালানোর আগে খোকনই এএসআই আব্দুল মালেককে লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় এই তরুণের দল তিনটি মোটরসাইকেলে ছিল। ১০ জনকে আসামি করে মামলা করা হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।জানা যায়, গত শুক্রবার নগরীর দুই নম্বর গেট এলাকার তল্লাশিচৌকিতে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেন পুলিশ সদস্যরা।তখন মোটরসাইকেল থেকে গুলি চালালে আহত হন এএসআই মালেক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।