রাজধানীর হাতিরঝিলে শনিবার দুপুরে অস্ত্রসহ ধরা পড়েন নুরুল ইসলাম; রাতে কথিত বন্দুকযুদ্ধে মারা যান তিনি। ঢাকার হাতিরঝিলে একজনকে গুলি করার পর অস্ত্রসহ গ্রেপ্তার যুবক পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলাম ওই যুবককে। ১২ ঘণ্টার মধ্যে রাতে বাড্ডার সাঁতারকুলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে।নুরুল বাড্ডায় বাদশা নামে একজনকে গুলি করে পালানোর সময় ধরা পড়েছিলেন। বাদশা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, নুরুলকে নিয়ে গোয়েন্দা পুলিশ রাত আড়াইটার দিকে অভিযানে নামে।সাঁতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের সাথে নু রুলের সহযোগীদের গোলাগুলি হলে তাতে পড়ে নুরুল আহত হয়।তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নুরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, নুরুল ও বাদশা একই সন্ত্রাসী দলের। অভ্যন্তরীণ কোন্দলে বাদশাকে গুলি করা হয়।