নাদালকে সরিয়ে রেকর্ড গড়ে শীর্ষে ফেদেরার

0
0

বয়স যত বাড়ছে, ততই যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন রজার ফেদেরার। দেখাচ্ছেন একের পর এক চমক। এবার হাতেনাতে সেই চমকের স্বীকৃতি পেলেন টেনিস কোর্টের রাজা। বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের পুরুষ এককে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে সরিয়ে শীর্ষে উঠলেন তিনি। এই নিয়ে সবচেয়ে বেশি বয়সে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার রেকর্ডও গড়লেন সুইস তারকা।

রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে রবিন হ্যাসকে হারিয়ে র‌্যাংকিংয়ের সিংহাসন দখলের রেকর্ড গড়লেন ফেদেরার। ২০১২ সালের পর ফের তা ফিরে পেলেন তিনি। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও এই কিংবদন্তির দখলে।এত দিন সবচেয়ে বেশি বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডছিল আন্দ্রে আগাসির কব্জায়। ৩৩ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন মার্কিন টেনিস সেনসেশন। ওই বয়সেশীর্ষে ওঠার পর ১৩১ দিন সেই স্থান ধরে রেখেছিলেন তিনি।এবার সেই রেকর্ড নিজের করে নিলেন ফেদেরার। র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড গড়লেন ৩৬ বছর বয়সে। এমন রেকর্ড গড়ার পর শুভেচ্ছায় ভাসছেন তিনি। টুইট বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আগাসি।নতুন বছরটি ‍দুর্দান্ত কাটছে ২০টি গ্র্যান্ডস্ল্যামজয়ী ফেদেরার। ২০১৮ সালে টানা ১০ ম্যাচ অপরাজিত আছেন তিনি।