শুধুই ভালবাস……আমেনা ফাহিম
আমি চাই তুমি আমায় ভালবাস, শুধুই ভালবাস
বিনিময় চেওনা……।
দেনাপাওনার হিসেব কষতে যেওনা,
হিসেবের খাতা মেলাতে গেলে আমি যে সন্ন্যাসী হয়ে যাব
চোখের জলের ঋণ কি করে সুধাব
তৃষ্ণা তোমার জনম জনমের,
এক প্রহরে কি করে মেটাবো।
বক্ষে আমার মহাকালের ক্লান্তি,
নিভে যাওয়া প্রদিপ শিখায়
জলন্ত বিন্দুরাশি ক্ষণিক জ্বলে,
আঁধার ঘরে আলো সে দেয়না
বিনিময় চেওনা………।।
ফাগুনের এমনি এক মধুমাসে
কলঙ্কিত হয়ে অলঙ্কিত করেছিলে আমায়,
সাক্ষী ছিল হলদেটে গোলাপ
বেলাশেষে পরাজিত ভালবাসার গ্লানি,
ক্ষণিকের মোহমায়ায় ভুলে ছিলাম
গোলাপে যে কাটা থাকে।
অভিযোগে কেটে গেল কতনা বসন্ত
সময়ের দেয়া দাগ জানি মুছে ফেলা যায়না
তবুও ভালবেস, ভালবাসায় ভুলাইও, ভালবাসতে দিও
বিনিময় চেওনা, শুধুই ভালবাস…………………।