জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি বিকেল নাগাদ দেওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত পাওয়া যায়নি। কপি তোলা হবে বৃহস্পতিবার (১৫ ফেব্র“য়ারি)। আর ওইদিন হাতে পেলে রোববার (১৮ ফেব্র“য়ারি) করা হবে আপিল।বুধবার বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।এর আগে জানা যায়, খালেদা জিয়ার রায়ের কপির কাজ দ্রুত গতিতে চলছে। বিকেল ৪টা নাগাদ রায়ের কপি পাওয়া যেতে পারে।গত (১২ ফেব্র“য়ারি) রায়ের জন্য আদালতে ৩ হাজার ফোলিও (যে কাগজে রায়ের কপি সরবরাহ করা হয়) জমা দেন বলেও জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।গত ৮ ফেব্র“য়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদন্ড দেন আদালত।বৃহস্পতিবার আপিলের প্রস্তুতি নিচ্ছেন চেয়ারপারসনের আইনজীবীরাজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের কপি বুধবার আদালত দিতে পারেনি।
বুধবার বিকেল ৫টার দিকে বিএনপির চেয়ারপাসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, রায়ের সার্টিফায়েড কপি আজ পাইনি আগামীকাল পাব বলে আশা করছি।এর আগে সানাউল্লাহ মিয়া বলেন, পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তা জানায় রায়ের কপি তৈরির কাজ শেষ পর্যায়ে। আজ বিকেল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেয়া যাবে।জানা গেছে, মূল রায় ৬৩২ পৃষ্ঠা হলেও রায়ের অনুলিপি হবে ছয় হাজার পৃষ্ঠার বেশি। ওই অনুলিপি হাতে আসার পরই জামিনের জন্য আপিল করতে পারবেন সাবেক এ প্রধানমন্ত্রী।এর আগে গতকাল খালেদা জিয়ার প্যানেল আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আদালতের রায়, এজাহার, সাক্ষী, জেরা, অভিযোগপত্র, ফরোয়ার্ডিংসহ সব কাগজ মিলে ছয় হাজার পৃষ্ঠার ওপরে অনুলিপি হবে। ওই অনুলিপি কোর্ট ফোলিওতে প্রিন্ট হয়ে গেছে। ৫/৬ জন অনুলিপিকারক এ নিয়ে কাজ করছেনÑ কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা তারা তা মিলিয়ে দেখছেন।উল্লেখ্য, গত ৮ ফেব্র“য়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদ- এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।এর মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।