‘প্রোডাকশন বেইজড থিয়েটার ওয়ার্কশপ’ আয়োজনে ঢাকা ইয়েস থিয়েটার গ্রুপ

0
0
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইয়েস থিয়েটার গ্রুপের আয়োজনে রাজধানী ঢাকার মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স কক্ষে ৫ দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। ১০-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রযোজনা ভিত্তিক কর্মশালাটির মাধ্যমে  ‘চিচিংফাঁক’ শীর্ষক দুর্নীতিবিরোধী সচেতনতামূলক একটি নাটকের মহড়া ও মঞ্চায়নের লক্ষ্যে কাজ করছে দলটি।
১০ ফেব্রুয়ারি কর্মশালার প্রারম্ভে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন টিআইবি’র আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লুসি তৃপ্তি গোমেজ। দ্বিতীয় দিনের কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
উল্লেখ্য, কর্মশালাটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছেন ঢাকা ইয়েস থিয়েটার গ্রুপের সমন্বয়ক ও টিআইবি’র আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি  প্রোগ্রাম ম্যানেজার দিলরুবা বেগম মোনালিসা।