সাতক্ষীরা সীমান্তে ৭০ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

0
0

সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তে ৭০ লাখ টাকা মূল্যের হীরার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার সকালে সাতক্ষীরা ৩৮-বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলন করে হীরার গহনা উদ্ধারের তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজ জানান, ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারকালে ওই হীরার গহনাগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৬৭টি আংটি, লকেট ও নাকফুল।তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় এলাকা থেকে প্রবেশকালে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার পিছু ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি তার কছে থাকা তিনটি প্যাকেট ফেলে ফের ভারতের মধ্যে ঢুকে যায়।সীমান্তের মেইন পিলার ৩-এর সাবপিলার ২/৩-এর কাছে এ ঘটনা ঘটে।বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ওই তিনটি প্যাকেট জব্দ করেন। প্যাকেটগুলোতে স্বর্ণের ওপর সেট করা ৯৭টি ডায়মন্ডযুক্ত আংটি, ২০টি লকেট ও ৫০টি নাকফুল পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়।পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো ১৮ ক্যারেটের স্বর্ণালঙ্কারের ওপর নিপুণভাবে সেট করা মূল্যবান হীরা। এর দাম ৭০ লাখ টাকা।এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। জব্দ করা স্বর্ণালঙ্কারশুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।