নওগাঁয় বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের ৫৫জন নেতাকর্মীকে গ্রেফতার

0
97

নওগাঁ জেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপি’র ৫৫জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ফারুকুজ্জামান ফারুকসহ বিএনপি অঙ্গ সংগঠনের ৩৪ জন এবং রানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল ডা: আনজীর হোসেন (৫৫)সহ ২১ জন নেতাকর্মী। আগামী ৮ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে জেলায় নাশকতা করতে পারে সন্দেহে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অব্যহত বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে পৃথক পৃথক ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলার বিশেষ শাখার ডিআইওওয়ান মোসলেম উদ্দীন সত্যতা নিশ্চিত করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।