জাগতে হবে, বাচতে হলে -জাহিদ শরীফ নাসিম

0
155

জাগতে হবে, বাচতে হলে।।
=================
বাজাও ঢোল বাজাও ঢাক
খুশিতে আজ বাকুম বাক
ক্ষমতায় আছি আর কে পায়
ইচ্ছাময়ী লুট করে খায়।

লুটের ধনে অনেক সুখ
ভরছে না তো পেট আর মুখ
এখন মোদের রঙিন দিন
কেইবা শোধে দেশের ঋণ
ব্যাংক লুটের ডুব সাতার
এ সব কাজ বড় নেতার
জনগন কি পারছে ঘুম
দেখছে সবাই লুটের ধুম
মরছে মানুষ পাখীর ঝাক
গুম হলেও সব নির্বাক
স্বাধীনতা নেই যে কথার
সুশীল সমাজ আছে কি আর?

স্বপ্ন ধূসর গণতন্ত্রের
সবই চলছে একতন্ত্রের
মেরুদণ্ডহীন জাতি আজ
কেমনে রোধে তাদের কাজ
গায়ে মেখে নরম রোদ
ঘুমিয়ে আজ জাতির বোধ..!

বাংলাদেশী প্রজন্ম সংগে আয়
দেশমাতা আজ ডেকে কয়
জাগতে হবে রুখতে হবে
তানাহলে সব রক্ত চুষে নেবে।

লড়াই চলবে জীবন পণ
দিন রাত্তির সারাক্ষণ
করতে কল্যাণ শান্তির রাজ
না হয় নেবো যুদ্ধ সাজ
সব অনাচার দূরে যাক
গণতন্ত্র মুক্তি পাক
যাক মুছে যাক দণ্ডিত ক্লেশ
নতুন আশায় ভাসুক দেশ।।
********************
________জাহিদ শরীফ নাসিম।।
ঢাকা : ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ইং।