অন্যরূপে মন।।
———–
হতে পারে আমার আকাশে কারোর জন্যই কোনো অপেক্ষা নেই,
কিংবা কারো আকাশে আমার জন্য ।
মাঝে মাঝে এক কল্পিত হৃদয় সামনে এসে দাঁড়ায় যাকে উপেক্ষা করা যায় না,
অবহেলা করা যায় না ।
প্রজাপতি হৃদয় ভরা যৌবনে উপেক্ষা করতে পেরেছে কি ফুটন্ত ফুলের মধুর আহবান?
তোমার অনুপস্থিতির মাঝে মন যদি প্রজাপতি হয়ে ঘুরে বেড়ায়….
অথবা ফুল বাগানে ঢুকে ফুলেদের সংস্পর্শে বর্তমানের গায়ে ভালোলাগার স্পর্শ রাখে
তবে তোমার হৃদয় আহত হবে কি?
তোমার আকাশে খুশীরা উড়ুক নিজেদের মত করে;
কোন মন কবেই বা স্থির হতে পেরেছে ,
আর হবেই বা কেন,
ভালোবাসার অন্যরূপে যৌবন ভরা
মন হয়ত এমনই হয়।
________জাহিদ শরীফ নাসিম।।
ঢাকা: ০৬/০২/২০১৮ ইং।