আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৮ ফেব্র“য়ারি (বৃহস্পতিবার) পটুয়াখালী শেখ হাসিনা’ সেনানিবাসে সফরকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী দুমকির লেবুখালীতে ‘শেখ হাসিনা’ সেনানিবাসের উদ্বোধন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১ টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন। এ ছাড়াও পটুয়াখালী সদরে ৪ টি, মির্জাগঞ্জে ১টি, বাউফলে ৩টি, দশমিনায় ১টি, কলাপড়ায় ৩টি, ও গলাচিপা উপজেলায় ২ টিসহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন করবেন ও ১ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক ড.মোঃ মাছুমুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সম্ভাব্য যেকোন প্রাকৃতিক দুর্যোগ দ্রুত মোকাবেলা পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর লেবুখালী তীরে সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় আন্তর্জাতিকমানের সেনাবাহিনী গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৩১তম নতুন ‘শেখ হাসিনা সেনানিবাস’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়েবেটিক হসপিটাল, মির্জাগঞ্জের দেউলীতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বাউফলের সাবুপুরায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পটুয়াখালী সরকারী শিশু পরিবার (বালিকা) এর নব নির্মিত হোষ্টেল, কাজী আবুল কাশেম ষ্টেডিয়াম, দশমিনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কলাপাড়ার পশ্চিম চাকামইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, কলাপাড়ার পূর্ব ডালবুগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, বাউফলের হোগলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, বাউফলের ধানধি মডেল হাইস্কুল কাম সাইক্লোন সেল্টার, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গলাচিপা মুক্তিযোদ্ধ স্মৃতি কমপ্লেক্স,পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল পাবলিসিটি স্ক্রীন, শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সের অডিটরিয়াম। অপর দিকে গলাচিপা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হল রুমের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রদানমন্ত্রী শেখ হাসিনা।