নারায়ণগঞ্জে বিএনপি নেতা সাখাওয়াতসহ আটক ১০

0
132

সিলেট যাওয়ার পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানো জন্য নারায়ণগঞ্জে সড়কে দাঁড়ানোর চেষ্টার সময় বিএনপির দশ নেতাকে আটক করেছে পুলিশ।এদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম জানা গেছে।সোমবার সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশ সুপার ময়নুল হক জানান।

দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে চালকের পাশের আসনে বসে সিলেটের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।প্রতক্ষ্যদর্শীরা জানান, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেতাকরর্মীদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন বিএনপি নেতা সাখাওয়াত। এ সময় পুলিশ সেখান থেকে সাখাওয়াতসহ চারজনকে আটক করে।অন্যদিকে নজরুল ও নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে পুলিশ নজরুলকে এবং পরে আড়াইহাজার থেকে অন্যদের আটক বলে স্থানীয়রা জানান।খালেদা জিয়া যে সড়ক দিয়ে সিলেট যাওযার কথা রয়েছে নিরাপত্তায় জন্য সেখানে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতয়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ময়নুল।