নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত সরকার:স্বরাষ্ট্রমন্ত্রী

0
115

খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ ও আইনশঙ্খলা বাহিনী তা মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় ৮ ফেব্র“য়ারি রায়ের দিন ঠিক হওয়ার পর উত্তেজনার মধ্যে রোববার গুলশানে আওয়ামী লীগের এক সভায় একথা জানান তিনি। রোববার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগ‌র উত্তর আওয়ামী লী‌গের এক ব‌র্ধিত সভায় ঢাকার সংসদ সদস্য কামাল বলেন, আওয়ামী লীগ বাংলা‌দে‌শে আর কোনো ধর‌নের নাশকতা নৈরাজ্যকর প‌রি‌স্থিতি হ‌তে দেব না ।
২০১৩-১৪-১৫ তে একের পর এক নাশকতা,অগ্নিসন্ত্র্রাস, সব কিছুই হ‌য়ে‌ছিল। কিন্তু আমা‌দের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপা‌শি আমা‌দের নেতাকর্মী এবং জনগণ নাশকতা‌কে প্র‌তিহত ক‌রে‌ছে। এবারও য‌দি সেরকম প‌রি‌স্থিতি হয়, তাহ‌লে তা প্র‌তিহত করা হ‌বে।রায়ের আগে সরকারের বিরুদ্ধে নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ করে আসছে বিএনপি। এই সংখ্যা প্রায় ৫০০ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মুথ থেকেও এসেছে; তবে তিনি বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে।হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে কামাল বলেন, আপনারা দে‌খে‌ছেন, পু‌লি‌শের রাইফেলগু‌লো‌কে কীভা‌বে টুক‌রো টুক‌রো ক‌রে ভে‌ঙে‌ছে, ‌কীভা‌বে প্রিজন ভ্যান ভেঙেছে, খা‌লেদা জিয়া যাওয়ার সময় তার পা‌শে খে‌কে কী ধর‌নের প‌রিস্থি‌তি সৃ‌ষ্টি ক‌রে‌ছে।পু‌লিশ, নিরাপত্তা বাহিনী, গো‌য়েন্দা বা‌হিনী ভি‌ডিও ফু‌টেজ দে‌খে যারা অপরা‌ধী তা‌দের‌কে অ্যারেস্ট কর‌ছে। কোনো নিরাপরাধ মানুষ‌কে গ্রেপ্তার করা হ‌চ্ছে না।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হা‌নিফ ব‌লেন, যদি তিনি (খালেদা) দোষি হন, তাহলে তার বিরুদ্ধে রায় হবে। যদি তিনি এতিমের টাকা আত্মসাৎ না করেন, তাহলে তাকে তা আদালতে প্রমাণ করতে হবে। যদি আত্মসাৎ করে থাকেন, তাহলে তার বিচার হবে।এই নিয়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকা- মেনে নেওয়া হবে না। চু‌রি কর‌বেন, আত্মসাৎ কর‌বেন, আবার বিচা‌রের রায় মান‌বেন না, এটা জনগণ মান‌বে না।হানিফ ব‌লেন, ৮ ফেব্র“য়া‌রি কোনো ধর‌নের নৈরাজ্যকর প‌রি‌স্থিতি হ‌লে সকল আওয়ামী লীগকর্মী এবং জনগণকে সা‌থে নি‌য়ে তা প্র‌তিহত করা হ‌বে।ঢাকা মহানগ‌রের উত্ত‌র আওয়ামী লী‌গের সভাপ‌তি একেএম রহমত উল্লাহর সভাপ‌তি‌ত্বে ব‌র্ধিত সভায় সাধারণ সম্পাদক সা‌দেক খানও উপস্থিত ছিলেন।
এদিকে, গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে থেকেই পুলিশের ওপর অতর্কিত হামলা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, সেদিন তারা অতর্কিত হামলা করে পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করে। সেদিনের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।রাববার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরার সম্পূরক প্রশ্নের জাবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেদিন তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশের দুটি রাইফেল ভেঙেছে, পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করেছে।আসাদুজ্জামন খাঁন কামাল আরও বলেন, যখন ঘটনাটি ঘটে ঠিক তখনই বিএনপি চেয়ারপারসন সেই রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। তার সামনের বহর থেকেই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ অত্যন্ত ধৈয্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। শনাক্ত করে তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা তার পক্ষে, খালেদার এমন দাবির কথা উল্লেখ করে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলাটি বিচারাধীন।সেখানে বিচারক কী রায় দেবেন সেটা বিচারক জানেন, আমাদের করণীয় কিছু নেই। কেউ যদি আইন-শৃঙ্খলা নিজের হাতে তুলে নেন কিম্বা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করেন কিম্বা ভাঙচুর করেন,আইনানুযায়ী তার ব্যবস্থা হবে। আমরা সেদিনের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করছি। আইন তার নিজস্ব গতিতে চলবে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রীর পুলিশ, সেনাবাহিনী যদি খালেদা জিয়ার অধীনে হয়ে থাকে তাহলে দেশ চলছে কীভাবে?