মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে অবমাননা করলে ১৪ বছর কারাদণ্ড

0
322

ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৭ এর খসড়ায় মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করলে ১৪ বছরের সাজা দেয়ার বিধান রাখা হয়েছে। তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৭ এর খসড়া আজ সোমবার অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।