আবার তিন সংস্করণেই শীর্ষে সাকিব

0
146

আঙুলের চোটে আপাতত তিনি মাঠের বাইরে। এই দুঃসময়েই একটি সুখবর পেলেন সাকিব আল হাসান।পুনরুদ্ধার করেছেন ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বাংলাদেশের টেস্ট অধিনায়ক আবারও ফিরে পেয়েছেন তিন সংস্করণেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান।
ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে সাকিব আবার উঠেছেন ওয়ানডের শীর্ষে।ফাইনালে চোট পাওয়া বোলিং করতে পারেননি ৫ ওভারের বেশি, পাননি ব্যাটিং। টুর্নামেন্টে তার পরও রান করেছেন ১৬৩, উইকেট নিয়েছেন ৯টি। এই পারফরম্যান্সে টপকে গেছেন মোহাম্মদ হাফিজকে।৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে সাকিব, ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে হাফিজ।ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন তিন ধাপ। উঠেছেন ৩০ নম্বরে। ১৬ নম্বর জায়গা ধরে রেখে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান উঠেছেন ১৯ নম্বরে। ৮ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে রুবেল হোসেন। সাকিব আগের মতোই আছেন বিশে। দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে মাশরাফি মুর্তজা।বড় পরিবর্তন আছে বোলারদের র‌্যাঙ্কিংয়ের চূড়াতেও। নিউ জিল্যান্ড সিরিজের বাজে পারফরম্যান্সে শীর্ষস্থান হারিয়েছেন হাসান আলি; নেমে গেছেন পাঁচে। এক নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন ট্রেন্ট বোল্ট।