জেলার শ্রীপুরে টেপিরবাড়ি এলাকায় ভিয়েলাটেক্স স্পিনিং মিলস্ লিমিটেড (ইউনিট-২) কারখানার তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ফাইটার দলের ব্যবস্থাপনায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শেখ সাদিকুর রহমান জানান, রবিবার দুপুর ১২টার দিকে কারখানার কর্মীরা গুদামে অভ্যন্তরে ধোঁয়া দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার পরিমান বেড়ে যায়। তাৎক্ষণিক কারখানার নিজস্ব ফায়ার ফাইটার দল আগুন নিয়ন্ত্রনের চেষ্ট করে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও যোগ দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমীন জানান, ওই ভবনে কোন বৈদুতিক সংযোগ ছিল না, আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতিপরিমান তাৎক্ষনিক ভাবে বলা যাচ্ছে না। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আড়াই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।