বাংলাদেশ-ইন্দোনেশিয়া ৫টি চুক্তি-সমঝোতা সই

0
0

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বি-পক্ষীয় সহযোগিতা বিষয়ক ৫টি চুক্তি এবং সমঝোতা সই হয়েছে। রোববার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব চুক্তি-সমঝোতা সই হয়।চুক্তিতে বাংলাদেশের পরারাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেতনো মারসুদি ছাড়াও দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সই করেন।এ সময় সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও শেখ হাসিনার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনে সমঝোতা, মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে অবকাঠামো উন্নয়ন ও এ সংক্রান্ত বিষয়ে ২টি সমঝোতা স্মারক সই হয়।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখান থেকেই সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, দুদেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলাপের মধ্যে যে জিনিষটা বিশেষভাবে উঠে এসেছে, সেটা হল- দুজনই স্বীকার করেছেন যে, অনেক সম্ভাবনা থাকার পরও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের বাণিজ্যের পরিমাণ বাড়াতে ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি’ করার জন্য আলোচনার শুরুর ঘোষণায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তার ইন্দোনেশীয় প্রতিপক্ষ এঙ্গারতিয়াসতো লুকিতা সই করেন বলে তিনি জানান।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশ বড়।দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দুই দেশের মধ্যে এক দশমিক ৩৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়, যেখানে ইন্দোনেশিয়ার রপ্তানিই ছিল এক দশমিক ১৯ বিলিয়ন ডলার।প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার সকালের এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইন্দোনেশিয়ার বিনিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন বলেও জানান পররাষ্ট্র সচিব।শহীদুল হক বলেন, ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি’ হলে ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে বিশেষ ছাড় দেবে।আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে ব্যাপারে ইন্দোনেশিয়া সহায়তা প্রদান করবে বলে আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকের পর সমঝোতা স্মারক ও সম্মতিপত্র স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন।এবিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, অনেক দেশের সাথে আনুষ্ঠানিকভাবে বার্ষিক কনসালটেশন করি.. ইন্দোনেশিয়ার সাথে এমন কোনো ব্যবস্থা আমাদের ছিল না। এটা দু’দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে বিশেষ অবদান রেখে থাকে।

সাগরে বেআইনিভাবে মৎস্য আহরণ বন্ধে দুই দেশের সহযোগিতা বৃদ্ধিতে একটি যৌথ ঘোষণায়ও সই করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।সমুদ্রে মৎস্য আহরণের জন্য দুই দেশের মধ্যে এই ধরণের একটা সমঝোতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শহীদুল হক বলেন,“ইন্দোনেশিয়া সামুদ্রিক মৎস্য আহরণে অনেক এগিয়ে আছে।”

ইন্দোনেশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য একটি আগ্রহপত্রসহ পাঁচটি সমঝোতায় স্বাক্ষর করেন পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও ইন্দোনেশিয়ার জ্বালানি বিভাগ পেরতামিনার ভাইস প্রেসিডেন্ট উইকো মিড়নাতারো।এবিষয়ে শহীদুল বলেন,অন্য জায়গার থেকে যদি ভালো শর্তে ও দামে পাই,তাহলে ইন্দোনেশিয়া থেকে নেব।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দুই নেতার একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।দুই দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় পৌঁছান প্রেসিডেন্ট উইদোদো। রোববার দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। রাতে ঢাকায় ফিরেই জাকার্তার উদ্দেশ্যে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।