গাজীপুরের গভীর বন থেকে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার, দুজনের দন্ড

0
0

গাজীপুরের গভীর গজারী বনে অভিযান চালিয়ে রবিবার দেশীয় চোলাই মদ তৈরীর কারখানা আবিস্কার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় ৪ শতাধিক ড্রামে ভর্তি প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জমাদিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ৬মাসের কারাদন্ড ও অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম মাদক বিরোধী এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের কোম্পানী কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ জানান, গাজীপুর সদর উপজেলার কূমার খাদা এলাকার গভীর গজারী বনে একটি চক্র চোলাই মদের কারখানা গড়ে তুলে। এসব কারখানায় চোলাই মদ তৈরী করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল তারা। এ সংবাদ পেয়ে র‌্যাব-১ সদস্যরা রবিবার গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর নেতৃত্বে সেখানে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় বনের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৪ শতাধিক ড্রামে ভর্তি প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জমাদি উদ্ধার করা হয়। এসময় চোলাই মদ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কুমারখাদা এলাকার অমূল্য চন্দ্র বর্মনের ছেলে সুনন বর্মন ও একই এলাকার সুখলাল বর্মনের ছেলে সুদেব বর্মনকে গ্রেফতার করা হয়। পরে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফকারকৃতদের মধ্যে সুদেব বর্মনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সুনন বর্মনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।