মারিন সিলিচকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়েছেন রজার ফেদেরার।বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপাজয়ীদের তালিকায় শীর্ষে থাকা নোভাক জোকোভিচ ও রয় এমারসনের পাশে বসেছেন সুইস তারকা।রোববার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেট মাত্র ২৪ মিনিটে জিতে আরেকটি সরাসরি সেটে জয়ের সম্ভাবনা জাগান ফেদেরার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে ফেরেন সিলিচ। এবারের আসরে এটাই প্রথম সেট হার রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ীর। চতুর্থ সেট সহজে জিতে শিরোপার আশাও জাগান; কিন্তু শেষ পর্যন্ত ফেদেরারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি।
তিন ঘণ্টা তিন মিনিট স্থায়ী ফাইনালে ক্রোয়েশিয়ার সিলিচকে ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে এখানে টানা দ্বিতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন ফেদেরার। এর আগে ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭ সালে এর শিরোপা জিতেন তিনি।শেষ পাঁচ গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে জেতা ফেদেরার বলেন, “একটা স্বপ্ন সত্যি হয়েছে, রূপকথা চলবে। আমি খুব খুশি। এটা অবিশ্বাস্য। গত বছরটা আমার যেমন কেটেছে তারপর এটা অবিশ্বাস্য।
২০১৪ সালের ইউএস ওপেন জয়ী সিলিচের বিপক্ষে এই নিয়ে ১০ বারের মুখোমুখি লড়াইয়ে নয়বার জিতলেন ফেদেরার। ক্যারিয়ারে সুইস কিংবদন্তির এটা ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়।পুরুষ ও মহিলা একক মিলিয়ে টেনিসের ইতিহাসে মার্গারেট কোর্ট, সেরেনা উইলিয়ামস ও স্টেফি গ্রাফের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ফেদেরার। পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।উইম্বলডনে রেকর্ড আটটি শিরোপা জেতা ফেদেরার পাঁচবার ইউএস ওপেন ও একবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন।শনিবার মেয়েদের এককের ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড জিতেন ডেনমার্কের কারোলিন ভজনিয়াৎস্কি।