প্রজাপতি মন………আমেনা ফাহিম

0
230

প্রজাপতি মন………আমেনা ফাহিম

যদি পড়িয়া মনে,
শ্রাবণ ফোঁটা জমে নয়ন বনে
আগমনী বসন্তের জোছনায়
আবার না হয় এস…….
পিছুটানে অনুরাগী প্রজাপতি মন
বর্ণহীন প্রেম আদরে
কতই তো হল অশ্রু বিসর্জন
নন্দিত নাটকীয় সভ্যতার
রঙিন আলোকসজ্জায়
কতই তো হল জীবনের অভিনব আয়োজন,
অনন্তের পথ ভুলে, অনল দীপ জ্বেলে
মোহ মায়া মহিমার দ্বার খুলে
দিশেহারা পথিক তুমি আবার না হয় এস………
নিঃশেষে নিশীথিনী জোনাকি আলোয়
করিবে স্নান, নষ্ট দুটি প্রান………।।