বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে জয় শ্রীলঙ্কার

0
0

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। ২৭ ফেব্র“য়ারি প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে হলে এ দিকটি নিয়েই বেশি করে ভাবতে হবে স্বাগতিকদের।বাংলাদেশ আগে ব্যাট করে ২৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার দুই ওপেনার গুনাথিলাকা করেন ৩৫ রান এবং থারাঙ্গা ৩৯ রান করে ১১.৫ ওভারে ম্যাচ শেষ করে স্বাগতিকদের বিপক্ষে। ওয়ানডেতে যা মাশরাফীদের নবম সর্বনিন্ম রান। শ্রীলঙ্কার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনিম্ন।

খেলার শুরুতে বাংলাদেশ উইকেট হারাতে থাকে। ওপেনার বিজয় রানের খাতা খোলার আগেই পথ ধরেন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সুরঙ্গা লাকমাল তাকে বোল্ড করেন। আগের তিন ম্যাচে যথাক্রমে ১৯, ৩৫ এবং ১ করেছিলেন।এরপর ইনফর্ম ব্যাটসম্যান সাকিব ৮ রানে রানআউট হন। আর তিন ম্যাচে টানা অর্ধশতক করা তামিম ৫ রানে লাকমালের বলে গুনাথিলাকার হাতে ক্যাচ দেন। রিয়াদ ফেরেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে ৭ রানের সময় পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন। মুশফিকের সঙ্গে তার জুটি ১৮ রান পর্যন্ত স্থায়ী হয়।মুশফিক ৫৬ বলে ২৬ করে বিদায় নেন। এরপর সর্বোচ্চ রান সাব্বিরের ১০, আবুল হাসান রাজু ৭, নাসির ৩, মাশরাফী ১ এবং রুবেল ০ রানে ফেরেন।লঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল ৭ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন। দুশমন্ত চামিরা ৫ ওভারে ৬ রান দিয়ে দুজনকে ফেরান। আরেক পেসার থিসারা পেরেরা দুই উইকেট নিতে ৬ ওভারে ২৭ রান দেন। হাত ঘোরানো একমাত্র স্পিনার লক্ষ্মণ সান্দাকান দুই উইকেট নেন ২৪ রান খরচায়। তিনি ৬ ওভার বল করেন।