ভোলার পর্যটন সম্ভাবনা খুবই উজ্জল: রাষ্ট্রপতি

0
137

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ভোলার চরফ্যাসন উপজেলায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জ্যাকব টাওয়ারটি পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের সুচনা করেছে। তিনি আরও বলেন, এ এলাকার পর্যটন সম্ভাবনাও খুব উজ্বল। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকারের পাশাপশি বেসরকারি সকল উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। বুধবার বিকেলে ভোলার চরফ্যাসন উপজেলায় ২২৫ ফুট উচ্চতা বিশিষ্ট্য জ্যাকব টাওয়ার উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাষ্ট্রপতি এসব কথা বলেছেন।

এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যটন শিল্পের পর্যাপ্ত বিকাশ ঘটেছে। সেই চিন্তা ধারায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক ও সু-উচ্চ জ্যাকব টাওয়ারের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পে এক নতুন ধারা যোগ হয়েছে। এ টাওয়ার দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ইতিবাচক অবদান রাখবে। রাষ্ট্রপতি আরও বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। তাই দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হলে দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ২১ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এসময় সময় উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জে-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন সহ প্রশাসনে কর্মকর্তারা। এর আগে ফ্যাশন স্কয়ারে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়াও অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতুর উদ্বোধন করেন তিনি।

১৯ তলা বিশিষ্ট ২শ’ ২৫ ফুট উচ্চতার এই টাওয়ার উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন উৎসবের শহরের পরিণত হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগমনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা এলাকা।বিকাল ৫ টায় চরফ্যাশন থেকে হেলিকপ্টার যোগে পর্যটন দ্বীপ চর কুকরি-মুকরি গিয়ে বন বিভাগের রেস্ট হাউসে রাত্রিযাপন করে পরের দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় কুকরি-মুকরিতে পর্যটন কেন্দ্র এবং ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।সকাল ১১ টায় কুকরি-মুকরি থেকে হেলিকপ্টারযোগে ভোলার উদ্দেশ্যে রওয়ানা হবেন। বেলা ১১ .৩০ মিনিটে ভোলার দৌলতখানের বাংলা বাজারে নির্মিত স্বাধীনতা যাদু ঘরের শুভ উদ্বোধন ও ১ ঘটিকায় ফাতেমা খানম ডিগ্রী কলেজে সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর হেলিকপ্টারযোগে বঙ্গবভনের উদ্দেশ্যে ভোলা ত্যাগ করবেন।