বাগেরহাটের মোরেলগঞ্জে একটি রয়েল বেঙ্গল টাইগারকে (বাঘ) পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসি। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কি.মি. লোকালয়ে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাঘটি একটি মৎস্য ঘেরে ঢুকে দুই ব্যক্তিকে আক্রমণ করে। এসময় এলাকাবাসি বাঘটিকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স কমিটির (ভিটিআরটি) কর্মী বারেক হাওলাদার, মামুন, নাছির, আমজাদ ও রুম্মান নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে গুলিশাখালী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬ফুট লম্বা বাঘটির মরদেহ জিউধরা ফরেষ্ট ক্যাম্পে নিয়ে যান।
বাঘটির মরদেহ উদ্ধারকারী ভিটিআরটি সদস্য বারেক হাওলাদার বলেন, ভোররাতে ক্ষুধার্ত এই বাঘ খাবারের সন্ধানে লোকালেয়ে ঢুকে কয়েকজনকে আক্রমণ করে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার(২২), আলামীন গাজী(২৫), ছরোয়ার হোসেন দলালের মাসুম দলাল(৩০) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন। এদের মধ্যে গুরুতর জখমী মাসুম দলালকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।