‘কু-প্রস্তাবে’ রাজি না হওয়ায় এসিডে ঝলসে দিলো গৃহবধূর মূখ

0
0

স্বামী বাড়ি না থাকায় রাতে বাড়িতে ঢুকে সুযোগ নেয়ার চেষ্টা করে কিছু যুবক। তাদের ‘কু-প্রস্তাবে’ রাজি না হলে এসিড দিয়ে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মুখ ঝলসে দেয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
আর এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ জানুঃ) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আদর্শ পাড়া কানাইদারী গ্রামে। শাহিদা বেগম ওই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। বাবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার হলদাবাড়ি গ্রামে।

ভুক্তভোগী শাহিদার বড় ভাই আজিজার রহমান জানান, তার বোনের স্বামী তোফাজ্জল হোসেন ঢাকায় শ্রমিকের কাজ করেন। স্বামী বাড়ি না থাকার সুযোগ নেয়ার চেষ্টা করে স্থানীয় কিছু যুবক।

ওই যুবকরা গত বৃহস্পতিবার রাতে কাঠের দরজার বাঁধন কেটে ঘরে ঢুকে। তারা শাহিদাকে আপত্তিকর প্রস্তাব দেয়। এতে রাজি না হলে তাকে এসিডে ঝলসে দেয়। এতে তার মুখের বেশির ভাগ ঝলসে গেছে। শাহিদার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান।

শাহিদাকে শুক্রবার সকালে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে এসিডে ঝলসানো রোগীর চিকিৎসার ব্যবস্থা নেই। শাহিদার চিকিৎসা রার্ন ইউনিটে করাতে হবে জানিয়ে কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক আহসান হাবীব বুলু তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘আমরা থানায় অভিযোগ পেয়েছি। এটি গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব আমরা।