সৌদি আরবের আলবাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। নিহত বাংলাদেশিরা হলেন—মলম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফুল ইসলাম আবু বশির। সৌদি গেজেট তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত শনিবার সন্ধ্যায় আলবাহা প্রদেশে একটি পাহাড়ি রাস্তায় মোড় ঘোরাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে বিদেশি শ্রমিকবাহী পরিবহনটি।
নিহতদের মধ্যে চারজন মিসরীয় ও দুজন ভারতীয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনায় আহত আরো এক বাংলাদেশি ও ভারতীয়র অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। নিহতরা একটি ক্যাটারিং কোম্পানিতে খাদ্য সরবরাহের কাজ করতেন। কোম্পানিটি মূলত বালজুরাশি হাসপাতালে রোগীদের খাবার বিতরণের দায়িত্বে ছিল। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, শ্রমিকরা তাঁদের সাপ্তাহিক ছুটি কাটাতে ফিরছিলেন। আলবাহা অঞ্চলের আমির প্রিন্স ড. হোসাইন বিন সৌদ বিন আবদুল আজিজ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের চিকিৎসার সুব্যবস্থার জন্য নির্দেশ দিয়েছেন।