মিথ্যা মামলা দিয়ে বিরোধী নেতাদের জেলে রেখে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে।
এ ছাড়া মির্জা ফখরুল আরোও বলেন, ‘অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে। খালেদা জিয়া আদালতে ৫ কর্ম দিবসের মধ্যে তিন যাবেন আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নৌকার পক্ষে ভোট চাইবেন তাহলে সেখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের পরিস্কার কথা মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীদের কারাগারে রেখে কোন নির্বাচন এখানে হবে না।’