লেকহেড গ্রামার স্কুলের মালিক নিখোঁজ

0
0

জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহে অভিযুক্ত রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেক হোসেন মতিনকে শনিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছে না জানিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।শনিবার সন্ধ্যায় গুলশান থানায় জিডি করেন স্কুলটির কর্মকর্তা ইদ্রিস আলী। এতে উল্লেখ করা হয়েছে, খালেক হোসেন মতিন বিকাল চারটায় স্কুলের সামনে থেকে নিখোঁজ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাউদ্দিন বলেন, শনিবার বিকাল চারটার দিকে সাদা পোশাকে সাত-আটজন লোক মতিনকে তার অফিস থেকে তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। সাধারণ ডায়েরি নম্বর-১৩৭৮। উপ-পরিদর্শক সুব্রত কুমার পোদ্দারকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে লেকহেড স্কুল বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।