রংপুরে আগুন পোহাতে গিয়ে এ পর্যন্ত পুড়ে ২০ জনের মৃত্যু

0
0

আগুন পোহাতে গিয়ে রংপুরে দগ্ধ আরো ৪ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দুই সপ্তাহে রংপুর মেডিকেলে প্রাণ গেছে ২০ জনের। পুড়ে যাওয়া শরীর নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অর্ধশত মানুষÑ যার বেশিরভাগই নারী। হাসপাতাল কর্তৃপক্ষ হিসাব অনুযায়ী, বছরের শুরুতেই বার্ন ইউনিটে ভর্তি হওয়া রোগীর সংখ্যা যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়েছে। বার্ন ইউনিট ছাড়াও জেনারেল সার্জারি ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ আইসিইউতে অগ্নিদগ্ধ ৫৮ জন চিকিৎসা নিচ্ছেন।যাদের মধ্যে সন্তানসম্ভবা অথবা সদ্য মা হয়েছেন এমন নারীর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর অংশের সহকারী পরিচালক মো. ইউনুস আলী বলেন, শীতের সময় শরীরে অতিরিক্ত কাপড় থাকে। এসময় কোনোভাবে আগুন ধরে গেলে সব কাপড় খুলতে সময় লাগে। অথবা কখনো খোলার আগেই শরীরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে বড় ধরনের ক্ষতি হয়।এদিকে, জানুয়ারির শুরু থেকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী।